খাগড়াছড়িতে টানা প্রবল বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে জেলা সদরের বিভিন্ন এলাকার প্রায় ৫শ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এদিকে খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, মুসলিম পাড়া, গঞ্চপাড়া, শান্তিনগর, বটতলী এলাকার মানুষগুলো পানিবন্দি হয়ে পরেছে। অনেকে ঘর ছেড়ে আত্বীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। এদিকে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।