জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল । ইদানিং তার সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট একটি ছেলেকে। এরই মধ্যে ইউটিউবে lsquo;ছোট দিপুrsquo; নামে পরিচিতি লাভ করেছে ছেলেটি। কিন্তু কে এই দিপু কী তার পরিচয় সংবাদ প্রকাশের সঙ্গে একান্ত আলাপে এসব নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।