স্পেসএক্স কোম্পানির স্টারশিপ রকেটে করে আগামী বছর চাঁদে যাবেন জাপানি বিলিওনার ইউসাকু মায়েজাওয়া। তার খরচেই যাত্রাসঙ্গী হবেন আরও ৮ জন। ৯ আগস্ট তিনি তার ক্রু মেম্বারদের বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তার দলে আছেন পেশাদার ডিজে, স্পেস ইউটিউবার এবং একজন কোরিয়ান পপস্টারও।