ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। যে বাড়িতে রচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। এই বাড়িতেই ঘাতকদের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা চড়াই-উৎরাইয়েরও সাক্ষী এই তিনতলা বিশিষ্ট বাড়িটি। তাই তো এখানে এসে দীর্ঘশ্বাস ফেলেন দেশ-বিদেশের দর্শনার্থীরা।