• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশের বেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৩:৪১ পিএম
৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশের বেশি
প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আমাদের দুজন প্রিসাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।