• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে যেসব এলাকায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৭:৫৯ পিএম
বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মগবাজার-মৌচাক-মালিবাগ রোডে আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার (১১ মে)।

বুধবার (১গ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Link copied!