• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৩২ এএম
মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলে ধাক্কায় ৭০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত ১১টার নাগাদ মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী আই এফ রহমান আদি জানান, তার বন্ধু শাকিলের মোটরসাইকেলের পেছনে বসে কারোয়ান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

আদি আরও বলেন, “এ ঘটনায় আমার বন্ধু শাকিল গুরুতর আহত হয়ে মিরপুর ডেন্টালে চিকিৎসাধীন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ রাতের দিকে কারওয়ান বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আমাদের ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Link copied!