• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৫০ পিএম
দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

আন্তর্জাতিক কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

কপ-২৯ সম্মেলনে ড. ইউনূস বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন এবং বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে এলডিসি দেশগুলোর উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ড. ইউনূস।

এ ছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। তার বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার প্রথম সফর ছিল জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্কে।

সম্মেলনে অংশ নিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন ড. ইউনূস।

Link copied!