রাজধানীর মহাখালীতে আগুন লাগা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া ওই ভবন থেকে ইতোমধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগায় ভবনটির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন আটকে পড়া কয়েকজন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন। কয়েকজন লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, আমতলীতে বহুতল ভবনে আগুনের ঘটনায় আটকে পড়া মোট পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের সুস্থমানে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ জানান, মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নামানোর চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগা ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাইনি।