• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বর্তমানে ২৯ লাখ মানুষ আয়কর দেন : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০২:৩৮ পিএম
বর্তমানে ২৯ লাখ মানুষ আয়কর দেন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “দেশে দুই কোটি মানুষ আয়কর দিতে সক্ষম হলেও দেন মাত্র ২৯ লাখ মানুষ।” তিনি আরও বলেন, “২০০৯ সালে ১১ লাখ মানুষ আয়কর দিতো। ১৪ বছরে দেশের জিডিপি ৯ গুণ বৃদ্ধি পেলেও আয়কর দেওয়ার হার মাত্র ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।”

শুক্রবার (২ জুন) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের কর-জিডিপির রেশিও নেপালের চেয়েও কম। আমাদের অর্থনীতি তাদের চেয়ে অনেক ভালো। সে জন্য রেশিও তাদের থেকে ভালো হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ কর দেয় না।”

সামাজিক নিরাপত্তা বলয়ের বাড়ানো হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে। কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি। সরকার নিজে থেকেই এটা করছে।”

খালেদা জিয়ার স্বাস্থ্য-মুক্তি, তারেক রহমানের মুক্তির বাইরে জনমানস নিয়ে বিএনপির কোনো দাবি থাকে না বলেও এ সময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী। 
 

Link copied!