রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার রাত ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ও র্যাব-১০-এর সমন্বয়ে চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এসময় বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত সেখানকার অনুমোদনহীন নকল কসমেটিক্স, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আকিব এন্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে ৫ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা করে সর্বমোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ২ লাখ টাকার ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়।
র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।