রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ইলেকট্রনিক বিলবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ৯টা ২১ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
দেওয়ান আজাদ বলেন, “মহাখালী ফ্লাইওভারের নিচে ইলেকট্রনিক একটি বিলবোর্ডে শর্টসার্কিটে অগিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় থেকে দুটি ইউনিট রওনা দেয়। তবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।”
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।