চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা করতে বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত সরকার।
শনিবার (৭ আগস্ট) সকালে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এগুলো বাংলাদেশের প্রবেশ করে।
ধাপে ধাপে মোট ১১০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে দিবে ভারত সরকার। প্রথম পর্যায়ের ৩০টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো।
পেট্রাপোল স্থলবন্দর ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে ভারত। দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হবে।"
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর সকালে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছেন।
গত মার্চে বাংলাদেশ সফরে এসে অ্যাম্বুলেন্স সরবরাহের কথা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও গত মাসেই বাংলাদেশে অক্সিজেন পাঠায় ভারত।
এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রংপুরের সুস্বাদু ‘হাড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন।