• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের বোধগম্য হয় না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:৩৪ পিএম
‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের বোধগম্য হয় না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিএনপি’র বোধগম্য হয় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী কখন কী বক্তব্য দেন, কেন দেন, এটা এখন পর্যন্ত আমাদের বোধগম্য হয়নি। উনি যে বক্তব্য বা উক্তিগুলো করেছেন, তা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। এটা রুচিহীন মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।”

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে তিনি আরো বলেন, “চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের দাফন হয়েছে। লাখ-লাখ মানুষ সেই জানাজায় শরিক হয়েছে। সাবেক সেনা অধিনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই তার (জিয়াউর রহমানের) বডি কেরি (বহন) করেছেন। এটা পরিষ্কার, এর চাইতে বড় সত্য তো আর কিছু হতে পারে না। এখন এসব ইস্যু নিয়ে আসা প্রমাণ করে, তারা কতটা রাজনীতিশূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন।”

বিএনপি মহাসচিব আরো বলেন, “আজকে আওয়ামী লীগ শুধু কিছু ইস্যু তৈরি করে। আপনাদের (সাংবাদিক) দিয়ে সেই ইস্যুগুলোর বিষয়ে আমাদের প্রশ্ন করে, তা আবার সামনে নিয়ে আসে। এগুলো করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র। ওই জায়গাটায় তারা আসে না কেন? আগামী নির্বাচনটা কীভাবে করবেন? দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করবেন? কীভাবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন? সেই কথাগুলোর তারা কোনো উত্তর দেয় না।”

সরকার আন্দোলনের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে অভিযোগ করে তিনি আরো বলেন, “করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।”

মির্জা ফখরুল আরো বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি নাকি তার কথার উত্তর দিই না। উনি কি পত্রিকা পড়েন? আমি শুধু তার কথার উত্তর দিই না, তার প্রতিটি কথার অত্যন্ত সঠিক তথ্যগুলো তুলে ধরি।”

আওয়ামী লীগ করোনাতে কী করেছে—এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব আরো বলেন, “মানুষের জীবন-জীবিকার জন্য কী করেছেন, সেগুলো বলেন। মানুষ দরিদ্র হচ্ছে, আর আওয়ামী লীগের প্রতিটি লোক ধনী থেকে ধনী হচ্ছে। বিদেশে বাড়ি-গাড়ি করছে। রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই, শুধুমাত্র নন-ইস্যুকে ইস্যু করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”