• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাকার প‌থে জাপা‌নের উপহা‌রের টিকার চতুর্থ চালান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৮:৪০ পিএম
ঢাকার প‌থে জাপা‌নের উপহা‌রের টিকার চতুর্থ চালান

জাপানের দেওয়া উপহারের টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে।

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২০ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার পথে রওনা দেয়। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে। 

ফেসবুক পেজ থেকে আরও জানা যায়, চতুর্থ চালা‌নে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা র‌য়ে‌ছে। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। শনিবার (২১ আগস্ট) টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, জাপা‌নের উপহা‌রের ৩০ লাখ টিকার ম‌ধ্যে এ চালানসহ মোট ২৪ লাখ টিকা বাংলাদে‌শে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জাপান থেকে উপহারের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায় ২৪ জুলাই। দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে ৩১ জুলাই। ২ আগস্ট আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা আসে।