গোপালগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তার আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে ওই ছাত্র বাড়ির পাশে একটি মেহগনিগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
জবি ছাত্র অমিতোষ হালদার (২৬) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের গোপেন্দ্র হালদারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “অমিতোষ গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে অনেকটা চুপচাপ ছিলেন। বুধবার রাতে মা-বাবাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও বলেন, “কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।”