• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:৩১ পিএম
চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।

মুবিনুল হায়দার চৌধুরী গত ১৪ মার্চ বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও মেরুদণ্ডে আঘাত পান। তিনি হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগে আক্রান্ত ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মাসের ২৭ তারিখে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে দেয়া হবে। মৃত্যুর আগে তিনি তার দেহ দান করে গেছেন।

মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে তার দল বাসদ (মার্কসবাদী) তিন দিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে। দলের সব কার্যালয়ে এই তিন দিন পার্টির পতাকা অর্ধনমিত থাকবে বলে জানা গেছে।

মুবিনুল হায়দার ভারতের কমিউনিস্ট দল সোস্যালিস্ট ইউনিটি সেন্টারের সঙ্গে (এসইউসিআই) যুক্ত ছিলেন। একাত্তরে স্বাধীনতার পর তিনি দেশে ফেরেন। ১৯৮০ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভেঙে বাসদ হওয়ার পেছনে মুবিনুল হায়দারের সক্রিয় ভূমিকা ছিল। ২০১৩ সালে খালেকুজ্জামানের বাসদ থেকে বেরিয়ে বাসদ (মার্কসবাদী) গঠন করেন মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী।

Link copied!