রাজধানীর তেজগাঁওয়ে সাউদান পেট্রলপাম্পের সমনের একটি গাড়ির ভেতর থেকে সজল কুমার ঘোষ নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে টয়োটা ব্র্যান্ডের এসইউভি গাড়িটি সেখানে পড়েছিল বলে জানিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।
সজল কুমার ঘোষের বাড়ি কিশোরগঞ্জে। তিনি টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িটির চালক ছিলেন।
এদিকে গাড়িটি ব্যবহার করতেন ইউডিসি কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কালাম হোসেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কালাম হোসেনকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর থেকে গাড়িসহ সজল কুমার নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শের আলম জানান, গাড়িটির পেছনের সিটে মরদেহ শোওয়া অবস্থায় ছিল। সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে কালাম হোসেনকে তার ধানমন্ডির বাসায় নামিয়ে দিয়ে মহাখালী ফেরার কথা ছিল সজল কুমারের। কিন্তু চালকসহ গাড়িটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ৮ অক্টোবর বিকেলে ধানমন্ডি থানায় জিডি করার পর ওই মোবাইল ফোনের অবস্থান পাওয়া যায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়।