• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নিত্য ব্যবহার জিনিসের সময়সীমা জানুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ১২:১৭ পিএম
নিত্য ব্যবহার জিনিসের সময়সীমা জানুন

প্রতিদিনের টুকিটাকি কাজে ব্যবহৃত জিনিসগুলোকে আমরা নিত্যপ্রয়োজনীয় জিনিস হিসেবে চিহ্নিত করে থাকি। এসব জিনিস গুরুত্বপূর্ণ হলেও তা ব্যবহারের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়সীমা অতিক্রম করলে তা ব্যবহারের উপযোগী থাকে না। কাজেই আমাদের জেনে রাখা উচিত নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবহারের সময়সীমা জিনিসভেদে কোনটার কেমন।

নিত্যপ্রয়োজনীয় ৮টি জিনিসের ব্যবহারের সময়সীমা আমরা জানাব আজকের আয়োজনে।

  • গামছা বা তোয়ালে আমাদের নিত্যপ্রয়োজনীয় একটি সামগ্রী। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতিদিন ব্যবহারের পর গামছা বা তোয়ালে ভালো করে ধুয়ে দিন। তোয়ালে কিছুটা মোটা কাপড়ের হয়। তাই ভালো করে রোদে শুকিয়ে নেওয়া প্রয়োজন। গামছা বা তোয়ালে প্রতি ৬ মাসে একবার বদলে নেওয়া উচিত।
  • গোসলের সময় গায়ে সাবান মাখার কাজে ব্যবহৃত স্পঞ্জ বা লুফা। প্রতি ৩-৪ মাসের মধ্যে এটি বদলে নিন। গোসলের সময় ব্যবহারের পর ভালো করে ধুয়ে রাখুন।
  • বাসায় রুমে পরা জুতা বা স্লিপার ৬ মাসে একবার বদলে নেওয়া উচিত। এ ক্ষেত্রে জুতা পছন্দের ক্ষেত্রে সচেতন থাকবেন। মনে রাখবেন, খুব পাতলা বা শক্ত জুতা পায়ের জন্য ক্ষতিকর।
  • আরামদায়ক ঘুম অনেকটাই নির্ভর করে বিছানা, বালিশ এবং ঘুমানোর পরিবেশের ওপর। বিশেষ করে বালিশ ঠিকঠাক না হলে অনেকেই ঘুমোতে পারেন না। তাই বালিশটা হওয়া চাই একদম ‘পারফেক্ট’! বছরের পর বছর একই বালিশ ব্যবহার করবেন না। প্রতি ২-৩ বছর পরপর বালিশ বদলে ফেলুন বা বালিশের তুলো বদলে ফেলুন।
  • ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে সবার আগে প্রতিদিন আমরা টুথব্রাশ খুঁজি। কাজেই এদিকেও আমাদের সচেতন থাকতে হবে। প্রতি ৩-৪ মাসে অন্তত একবার আপনার টুথব্রাশ বদলে ফেলুন।
  • শিশুদের ব্যবহৃত দুধের ফিডার ৩-৪ সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন অন্তত ২ বার ফিডার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  • রান্নার মসলা বেশি দিন থাকলে স্বাদ বা গন্ধ নষ্ট হয়ে যায়। অনেক সময় গুঁড়া মসলায়  একধরনের ছত্রাক জন্মে যায়। তাই গুঁড়া মশলা ৬ মাসের বেশি না রাখাই ভালো।
  • অনেকে পারফিউম প্রতিদিন ব্যবহার করছেন। অনেকে আবার মাঝে মাঝে বাইরে গেলেই শুধু পারফিউম ব্যবহার করেন। মনে রাখবেন, পারফিউমের ঢাকনা খুলে ফেলার পর এটি ৩ বছর পর্যন্ত ঠিক থাকে। কাজেই প্রতি ৩ বছর পর আপনার পারফিউম বদলে নিন।
Link copied!