বেসরকারি সংস্থা `মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)` লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি একটি প্রকল্পে প্রোগ্রাম ম্যানেজার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে পারেন।
পদের নাম
প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা
১
যোগ্যতা
সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা
১০ বছর
বয়স
সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল
ঢাকা
বেতন
৮০,০০০–৮৫,০০০ টাকা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা কভার লেটারসহ সিভির পিডিএফ ফরম্যাট [email protected] এই ঠিকানায়
ই–মেইল করুন।
আবেদনের শেষ সময়
২৮ আগস্ট ২০২৩