• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
ভিয়েতনামে ভবনে আগুন

নিহত বেড়ে ৫৬, গ্রেপ্তার ভবনের মালিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০১:১৬ পিএম
নিহত বেড়ে ৫৬, গ্রেপ্তার ভবনের মালিক
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। এক প্রতিদবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে সূত্রপাত হওয়া আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ভবনটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

দ্রুত বর্ধনশীল হ্যানয় শহরের কর্তৃপক্ষ বলছে, নতুন নির্মিত অনেক অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিনিরাপত্তা বিধি মানা হচ্ছে না। গত ২০ বছরে শহরটির জনসংখ্যা চার গুণ বেড়ে ৫২ লাখ ৫০ হাজারে উন্নীত হয়েছে।

আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অগ্নিকাণ্ড ভবনের পার্কিং ফ্লোরে শুরু হয়েছিল। যেখানে মোটরবাইক ভর্তি ছিল।

ধারণা করা হচ্ছে ভবনের পার্কিং ফ্লোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ছবি সংগৃহীত

বাসিন্দারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা নাগাদ একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। পরে ভবনটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

এক পরিবার জানিয়েছে, তাদের জানালার ধাতব রেলিং ভেঙে, মইয়ের সাহায্যে পাশের একটি ভবনে পালাতে হয়েছিল।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, “পুলিশ ভবনের মালিক এনঘিম কোয়াং মিনকে আটক করেছে। তাকে অগ্নিপ্রতিরোধ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।”

এক বছর আগে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে ক্লাবে আগুনে ৩৩ জন মারা গিয়েছিলেন। যেখানে ইট দিয়ে বন্ধ করা জানালাগুলো আক্রান্তদের পালাতে বাধা দিয়েছিল।

Link copied!