• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইউক্রেনের ২০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০২:৩৬ পিএম
ইউক্রেনের ২০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ছোড়া ২০টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১২ আগস্ট) সকালে এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ধ্বংস করা ড্রোনগুলোর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয় চৌদ্দটি। বাকি ছয়টি ইলেকট্রনিক উপায়ে ধ্বংস করা হয় বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়া উপদ্বীপে হামলার লক্ষ্যবস্তু স্পষ্ট নয়।

এর আগে ক্রিমিয়ার গভর্নরের উপদেষ্টা সের্গেই ক্রুশকভ বলেছিলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উপদ্বীপের বিভিন্ন অংশে বিমান হামলা প্রতিহত করতে নিযুক্ত ছিল।

ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ক্রিমিয়ান সেতুতে যান চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছিল।  

সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা বেড়েছে। এর আগে শুক্রবার (১১ আগস্ট) রুশ কর্তৃপক্ষ মস্কোর ওপর ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছিলে। যদিও ইউক্রেন কখনোই প্রকাশ্যে হামলার দায় স্বীকার করেনি।

Link copied!