অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে আহত হয়েছেন অন্তত ১১ শীক্ষার্থী। হাসপাতালে নিতে হয়েছে গুরুতর দগ্ধ অন্তত দুজনকে।
বিবিসি জানায়, সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ২টায় পরীক্ষাগারে কিছু ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোডিয়াম বাইকার্বোনেট এবং মিথাইলেড স্পিরিট একত্রে ব্যবহারের কারণে আগুনে দগ্ধ হয় শিক্ষার্থীরা।
ঘটনার পরপরেই বিদ্যালয়ে হাজির হয় হেলিকপ্টার, প্যারামেডিকস ও ফায়ারট্রাক।
আহত শিক্ষার্থীদের বয়স ১০-১১ বছরের মধ্যে। আহতদের মুখ, বুক, পেট ও পা দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সিডনি হাসপাতালের চিকিৎসক। হালকা আহত এক শিক্ষককেও চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা ঘটনার ব্যাখ্যা চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ শুধু জানায়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’। অভিভাবকদের উদ্দেশ্যে এক শিক্ষক বলেন, “বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে কিছু ভুলের কারণে একটি দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন শিক্ষার্থী রাসায়নিকের কারণে দগ্ধ হয়েছেন।”
তবে কী ধরণের পরীক্ষা সেই পরীক্ষাগারে করা হচ্ছিল সে বিষয়ে জানা যায়নি।

-20251225102258.jpg)




































