• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

মিশ্র টিকার ডোজ ঝুঁকিপূর্ণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৩৮ পিএম
মিশ্র টিকার ডোজ ঝুঁকিপূর্ণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ভিন্ন ধরনের সংক্রমণের ফলে অনেক টিকাই কাজ করছে না বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে টিকার মিশ্র ডোজ ব্যবহার শুরু করেছে বিভিন্ন দেশ।

রোববার চীনের টিকার সঙ্গে বাড়তি সুরক্ষা পেতে দ্বিতীয় ডোজে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ ব্যবহারের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড।

তবে বাড়তি সুরক্ষা পেতে দুই ডোজে দুই ধরণের টিকা ব্যবহারকে ঝুঁকিপূর্ণ মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন জানান, মিশ্র টিকার কার্যকারিতা এখনো পরীক্ষিত নয়। তাই তথ্যপ্রমাণ ছাড়া এ ধরণের পদক্ষেপ নেওয়া বিপজ্জনক।

রয়টার্স জানায়, ভিন্ন কোম্পানির উৎপাদিত করোনাভাইরাসের টিকা অদলবদল করে ব্যবহারকে ‘বিপজ্জনক প্রবণতা’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গবেষক।

Link copied!