• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

মিঠুনের সংলাপ নির্বাচনে সহিংসতা ছড়ায়নি: আদালত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:১৯ পিএম
মিঠুনের সংলাপ নির্বাচনে সহিংসতা ছড়ায়নি: আদালত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে অংশ নিয়ে তাক লাগিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে নির্বাচনী প্রচারে তাঁর ব্যবহার করা সিনেমার বিভিন্ন সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবির।

এমনকি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের প্রচারে ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’—এমন বক্তব্য দিয়ে মিঠুন রাজনৈতিক প্রতিহিংসায় উসকানি দিয়েছেন বলে অভিযোগ করে পুলিশ।

তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, মামলার শুনানিতে এসব অভিযোগ খুব একটা আমলে নিচ্ছেন না কলকাতা হাইকোর্ট।

মানিকতলা থানার পুলিশের করা মামলা খারিজের আবেদন করেছিলেন মিঠুন। আদালতে মিঠুন দাবি করেন, জনতার অনুরোধেই সিনেমার সংলাপ বলেছিলেন তিনি। হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল না তাঁর।

শুনানিতে আদালত জানান, নির্বাচনী সহিংসতার সঙ্গে মিঠুন চক্রবর্তীর সংলাপের কোনো সম্পর্ক নেই। বিচারপতি কৌশিক চন্দ শুনানিতে আরও বলেন, “বলিউডের জনপ্রিয় সিনেমার শোলের আমজাদ খানের উক্তি থেকেও অনেক সংলাপ তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তীর সংলাপটিও তেমনি জনপ্রিয়। যেহেতু তিনি স্বীকার করেছেন যে তিনি ভক্তদের অনুরোধে ওই সংলাপ বলেছেন। সে ক্ষেত্রে তদন্তের কি প্রয়োজন আছে?”

মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। এদিন পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।