• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
আফগানিস্তান সংকট

মার্কিন, রুশ ও ভারতের গোয়েন্দা প্রধানের বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৫:১১ পিএম
মার্কিন, রুশ ও ভারতের গোয়েন্দা প্রধানের বৈঠক

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতে আয়োজিত হয়েছে উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বুধবার (৮ সেপ্টেম্বর) দিল্লিতে বৈঠকে অংশ নেন ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান।

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বৈঠকে যোগ দিল তিন বিশ্ব পরাশক্তির গোয়েন্দা প্রধান। দুপুরে দিল্লিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা নিকোলাই পাত্রশেভ ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নসও দিল্লিতে আসেন। তবে এই বৈঠক বা সফর নিয়ে আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি।

তিন গোয়েন্দা প্রধানের এ বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। তালেবান সরকারের গ্রহণযোগ্যতা বা স্বীকৃতির বিষয়েও কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ভারত, রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। এর আগে আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন সিআইএ প্রধান।

Link copied!