বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে এক যুগলকে বেত্রাঘাত করা হয়েছে।
দেশটির স্থানীয় শরিয়া আইন অনুয়ায়ী এই শাস্তি দেওয়া হয় সুমাত্রা দ্বীপের বান্দা আচেহ শহরে। এই শাস্তিদান উপভোগ করেন দর্শকরা। রয়টার্সের খবর।
বান্দা আচেহ শহরের ভাইস মেয়র জয়নাল আরিফিন বলেন, “বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে শরীয়া আইন মেনে এই দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে এমন কাউকে পেলেই শাস্তির আওতায় আনা হবে। যেন কেউ অন্যায় করার সাহস না পায়।”
ভাইস মেয়র আরও বলেন, “এখানে যারাই আসবে তাদের অবশ্যই ধর্মীয় আইন মেনে চলতে হবে। আমরা চাই পুরো রাজ্যেই ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে এবং তা ছড়িয়ে দিতে। কারণ, বাইরে থেকে যারা আসে তারাই সবচেয়ে বেশি আইন অমান্য করে।”
অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। তবে ২০০৫ সালে এ প্রদেশেই প্রথম শুরু হয় এমন শাস্তির বিধান। এছাড়া ২০১৮ সালে ঘরের ভেতর শাস্তি কার্যকরের সিদ্ধান্ত এলেও সম্প্রতি প্রকাশ্যে চাবুক বা বেত্রাঘাত আরও বেড়েছে।