• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলছে ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৬:১০ পিএম
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলছে ইসরায়েল

৬টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের অভিযোগ, মানবাধিকার দলগুলো বামপন্থী ফিলিস্তিনি রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এর সঙ্গে সম্পৃক্ত ও তাদের সশস্ত্র গোষ্ঠীও রয়েছে।

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) এক সামরিক আদেশে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি জানায়। এসব সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলেও দাবি করেছে দেশটি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এটি নাগরিক সমাজের ওপর ইসরায়েলের “উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ” বলে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, মানবাধিকার পিএফএলপির সিনিয়র নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত। এর সদস্যরা বিভিন্ন “সন্ত্রাসী কার্যকলাপেও অংশ নিয়েছে।”

এছাড়াও পিএফএলপি অর্থায়নের “কেন্দ্রীয় উৎস” হিসেবেও এই ৬টি সংগঠন কাজ করে বলে দাবি করছে ইসরায়েল। তারা “ইউরোপীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের তহবিল” পেয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত হওয়া গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার সংগঠন আল-হক, অ্যাডামির রাইটস গ্রুপ, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-ফিলিস্তিন, বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনিয়ন অব ফিলিস্তিন উইমেন কমিটিস এবং ইউনিয়ন অব এগ্রিকালচার ওয়ার্ক কমিটিস।

Link copied!