একের পর এক যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমোকে পদত্যাগের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গার্ডিয়ান জানায়, এ পর্যন্ত ১১ জন নারী কুমোর বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস কুমোর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়েছে, নারী সহকর্মীদের জড়িয়ে ধরা, চুম্বন করা, আলিঙ্গনে করার পাশাপাশি একাধিক নারীকে অশালীন মন্তব্যও করেছেন তিনি।
তদন্ত দল গত তিন মাস ধরে অভিযোগকারী নারীদের সঙ্গে কথা বলে। একইসঙ্গে গভর্নর কুমোকেও ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
১৬৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে লাটিশিয়া বলেন, স্বাধীন তদন্তের মাধ্যমে গভর্নর কুমোর যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত দল। একে অঙ্গরাজ্য ও রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
অভিযোগ করা নারীদের বিরুদ্ধে কুমো বিভিন্ন উপায়ে প্রতিশোধ নিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়। নিজ দল ডেমোক্র্যাট ও বিরোধী দল রিপাবলিকান উভয় পক্ষই কুওমোকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।