• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

আফগানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ইমরানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৫:৫৭ পিএম
আফগানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ইমরানের

আফগানিস্তানের জব্দ হওয়া সম্পদ তথা অন্যান্য দেশের ব্যাংকে থাকা রিজার্ভের অর্থ ফিরিয়ে দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বক্তব্যে তিনি জানান, আফগানিস্তানকে অর্থনৈতিক ধস থেকে উদ্ধারে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, সোমবার বিদায়ী জাপানের রাষ্ট্রদূত কুনিনোরি মাতসুদা প্রধানমন্ত্রীর ভবনে বিদায় নিতে গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান ইমরান খান। 

সাক্ষাৎকালে কুনিনোরি আফগানিস্তান থেকে জাপানি ও বিদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে সহযোগিতা জন্য পাকিস্তান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। আর দুদেশের অর্থনৈতিক, বাণিজ্য, ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও বিনিয়োগ খাতে সহযোগিতা বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন ইমরান খান।

এছাড়াও ইমরান খান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্বার্থে আফগানিস্তানে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। আফগানিস্তানে সব গোষ্ঠীর অংশগ্রহণে একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো প্রয়োজন বলেও জানান তিনি।

Link copied!