• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিরবের সংসারে ভাঙনের সুর, পরকীয়ার বার্তা দিয়ে স্ত্রীর স্ট্যাটাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৩:৫৩ পিএম
নিরবের সংসারে ভাঙনের সুর, পরকীয়ার বার্তা দিয়ে স্ত্রীর স্ট্যাটাস
নিবর হোসেনের সঙ্গেস্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি

জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরবের সংসারে ভাঙরের সুর বাজছে। নায়কের বিরুদ্ধে পরকীয়ার বার্তা দিয়ে দুটি স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন ঋদ্ধি। তখন এই বিয়ে  মেনে নেননি নিরবের শ্বশুর। কারণ, ১০ মাসের প্রেম শেষে এক রকম পালিয়েই বিয়ে করেছিলেন দুজন।

নিরবের নামে সে সময় অপহরণ মামলাও করেন ঋদ্ধির বাবা। বাধ্য হয়ে টানা ১৫ দিন পালিয়ে থাকতে হয়েছিলে এ দম্পতিকে। এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসেন নিরব-ঋদ্ধি।  ২৬ ডিসেম্বর তাদের সংসারের ১১ বছর পূর্তি হতে যাচ্ছে। তবে এর আগেই সামনে এলো সংসারে অশান্তির বার্তা।

নিরবের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে বুধবার (২৭ নভেম্বর) ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী ঋদ্ধি। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে। আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পড়ে থাকতে দেব না।’

 

 

এরপর দ্বিতীয় স্ট্যাটাসে ঋদ্ধি লিখেছেন, ‘নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না! তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে এক দিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া-দাক্ষিণ্য করে আমার সঙ্গে থাকার জন্য, এডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।’

নিরব মুক্ত জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন! ঋদ্ধি সংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারও খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪ এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধুমাত্র আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ! এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

 

 

ভালোবাসার শুরুর কথা স্মরণ করিয়ে ঋদ্ধি আরও লিখেছেন, ‘২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার যা, বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এজন্য যেকোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএভার।’

কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি  লিখেছেন, ‘আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব? শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়! সরি ফর অল যাই পজেজিভনেস এ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।’

জানা গেছে, বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গেছেন চিত্রনায়ক নিরব। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে ঋদ্ধির সংসারের অশান্তি পোস্টের কিছুক্ষণ পর তার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ পাওয়া যায়। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। 

Link copied!