• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

রজনীকান্তের নাম-ছবি-কণ্ঠ ব্যবহারে লাগবে অনুমতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৪:০৭ পিএম
রজনীকান্তের নাম-ছবি-কণ্ঠ ব্যবহারে লাগবে অনুমতি

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। পর্দায় যার উপস্থিতিতে দর্শকদের আনন্দের খোরাক জাগায়। এবার তিনি নিয়েছেন এক পদক্ষেপ। আর তা হলো তার নাম কণ্ঠ এমনকি ছবি ব্যবহারেও লাগবে অনুমতি।

কিংবদন্তি এই তারকার আইনজীবী এস এলামভারতী নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন, যে বা যারা অভিনেতার অনুমতি ছাড়া নাম, কণ্ঠ, ছবি বা অন্য কিছু ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান রজনীকান্তের কণ্ঠ ব্যবহার করে আম জনতার মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। সেই কারণেই আইনি পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।

আইনজীবীর পক্ষ থেকে নোটিশে লেখা হয়েছে, “অভিনেতা এবং মানুষ হিসেবে রজনীকান্তের অভিনয়ের জাদু এবং স্বভাব তাকে সুপারস্টার করে তুলেছে। বিশ্বে তার কোটি কোটি ফ্যান রয়েছে। ফ্যানদের ভালোবাসা এবং শ্রদ্ধার জেরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অভিনেতা।”

আরও বলা হয়, “জনপ্রিয়তার নিরিখে রজনীর আশেপাশে কেউ নেই। তার উপর আঙুল তুলতে পারে না কেউ। সেই ইমেজে দাগ লাগুক বা ব্যক্তিগত জীবনে আমার ক্লায়েন্টের কোনও ক্ষতি হোক, আমরা চাই না। এটা মেনে নেওয়া যায় না।”

সূত্র : এই সময়।

Link copied!