• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শুরু হচ্ছে ফিলিস্তিন সিনেমা দিবস ২০২৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৩:০৮ পিএম
শুরু হচ্ছে ফিলিস্তিন সিনেমা দিবস ২০২৩
ঢাকায় শুরু হচ্ছে ফিলিস্তিন সিনেমা দিবস ২০২৩। ছবি: সংগৃহীত

‘ফিলিস্তিন সিনেমা ডেজ ২৩’ শিরোনামে দুই দিনব্যাপী চলচ্চিত্র অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ডরিন জে সাল্লাম পরিচালিত ফারহা, রেড অ্যান্ডনের ঘোস্ট হান্টিং এবং ক্যারল মনসুরের স্টিচিং এই সিনেমাগুলো ফিলিস্তিন সিনেমা দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত হবে। ফিলিস্তিনের সঙ্গে সংহতি ও সহযোগিতায় গ্রাউন্ড জিরো বাংলাদেশ, দৃক, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি এবং সমগীত ফিল্ম ল্যাব অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, ফিল্ম ল্যাব প্যালেস্টাইন একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছে যার অধীনে মুক্ত প্যালেস্টাইন আন্দোলনের প্রতিধ্বনি করে বিভিন্ন দেশে একযোগে বেশ কয়েকটি ফিলিস্তিনি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বৃহস্পতিবার স্টিচিং ফিলিস্তিন এবং শুক্রবার ঘোস্ট হান্টিং সিনেমাটি পান্থপথের দৃকপথ ভবনে প্রদর্শিত হবে। শুক্রবার বীর উত্তম মীর শওকত সড়কে গ্রাউন্ড জিরোতে ফারহা প্রদর্শিত হবে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে ফারহা সিনেমাটি প্রদর্শিত হবে।

Link copied!