• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

‘বিয়েটা করেই ফেললাম’, প্রভা বললেন সামনে এগিয়ে যেতে চাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৫০ পিএম
‘বিয়েটা করেই ফেললাম’, প্রভা বললেন সামনে এগিয়ে যেতে চাই
সাদিয়া জাহান প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগের বেশি সময় শোবিজে কাজ করছেন এই অভিনেত্রী। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। নতুন নাটকে দেখা যায় না তাকে। এবার বিরতি ভেঙে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের।

আসন্ন ঈদুল আজহার একাধিক নাটকে দেখা যাবে প্রভাকে। যেখানে তার সহকর্মী হিসেবে থাকছেন বর্তমান প্রজন্মের তরুণ সব অভিনেতা।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘এই সময়ের যারা তরুণ, তাদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন। দর্শকদের কাছে আলাদা হাইপ আছে, এ জন্যই তারা নিয়মিত কাজ করছেন। দর্শকদের রুচি বোঝেন। তাদের থেকেও অনেক কিছু শেখার রয়েছে। আমি তাদের কাছ থেকেও শিখি।’ ঠিক এ কারণেই তিনি অধিকাংশ নাটকেই সহশিল্পী হিসাবে বেছে নিয়েছেন তরুণদের রেখেছেন পছন্দের তালিকায়। 

এদিকে সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামে একটি নাটকের শুটিং। এতে তার সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এ নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। তাই সেভাবে গল্পগুলো পছন্দ করছি। তা ছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এ নাটকে একটা বার্তা পাবে।’ এ নাটক দিয়ে সামনে এগিয়ে যেতে চান প্রভা।

অভিনেত্রী আরও বলেন, ‘সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইতেন, কবে শুটিং শুরু করছি। কবে নিয়মিত অভিনয়ে আসছি। আমি যেহেতু অভিনয়ের মানুষ, এখন নিয়মিতই দর্শকেরা আমাকে পাবেন। দর্শকদের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়েই কাজগুলো করছি।’

‘বিয়েটা করেই ফেললাম’ নাটকটি রচনা করেছেন জহির করিম। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!