• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ঈদের দিনের বাছাই অনুষ্ঠানমালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৫:০৫ পিএম
ঈদের দিনের বাছাই অনুষ্ঠানমালা

ঈদকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান প্রচার হয় টিভি চ্যানেলগুলোয়। এ বছরও এর ব্যতিক্রম নেই। দর্শকদের জন্য এখানে বাছাই করে সংকলিত হলো শুধু ঈদের দিনের বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠানের কিছু।

বিটিভি 
রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘পান্তা ভাতে ঘি’। রচনা এস এ হক অলিক, প্রযোজনা সাহরিয়ার মোহাম্মদ হাসান। অভিনয়ে আ খ ম হাসান, মানসী প্রকৃতি, স্নিগ্ধা প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।  

দুরন্ত টিভি
ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’ প্রচার হবে প্রতিদিন দুপুর ২টা ও রাত সাড়ে ৮টায়। মনিরুল ইসলাম রুবেলের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অভিনয়ে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্যসহ অনেকে।

এটিএন বাংলা
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বাড়িঘর আপন পর’। রচনা ও পরিচালনায় হানিফ সংকেত। অভিনয়ে তারিন, মীর সাব্বির, সজল প্রমুখ।

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘সাহারা মরুভূমি’। রচনা ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নূর, শফিক খান, মিশা সওদাগর প্রমুখ। পাশাপাশি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। রচনা মাসুম রেজা, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, বৃষ্টি।

এনটিভি
রাত ৯টায় প্রচার হবে নাটক ‘জায়াপতি তেলেসমাতি’। রচনা ও পরিচালনায় রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা প্রমুখ।

আরটিভি
রাত ১১টায় প্রচার হবে নাটক ‘ঘুম’। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনায় এলআর সোহেল। অভিনয়ে মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা প্রমুখ।

বাংলাভিশন
রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ফানিমুন’। চিত্রনাট্য ও পরিচালনায় হাসিব হোসেন রাখি। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। এর পাশাপাশি রাত ১১টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘সরি বউ’। চিত্রনাট্য ও পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

বৈশাখী টিভি
রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’-এর প্রথম পর্ব। রচনা টিপু আলম মিলন, পরিচালনায় আল হাজেন। অভিনয়ে তানজিকা, রাশেদ সীমান্ত।

মাছরাঙা টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘গুনগুনিয়ে’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তাসনিয়া ফারিণ, জোভান প্রমুখ।

চ্যানেল নাইন
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘মতি পাগলা’। চিত্রনাট্য ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে মারজুক রাসেল, মাইমুনা মম।

দীপ্ত টিভি
একক নাটক ‘ছোবল’ প্রচার হবে রাত ৮টায়। এর চিত্রনাট্য ও পরিচালনায় সাগর জাহান। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জোভান, তারিক আনাম খান প্রমুখ।

Link copied!