• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পার্টিতে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৫:৫৬ পিএম
পার্টিতে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক
পার্টিতে একসঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে বেশ কয়েকমাস ধরে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে এই জল্পনার মাঝেই একটি পার্টিতে একসঙ্গে হাজির হন তারা। ওই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জনের ভিত্তি অনেকটাই ম্লান হয়ে পড়েছে।  

ছবিতে দেখা যায়, ঐশ্বরিয়া ও অভিষেক একাধিক সেলিব্রিটি, যেমন আয়েশা ঝুলকা ও অনু রঞ্জনের সঙ্গে পোজ দিচ্ছেন। ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও ওই পার্টিতে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে ঐশ্বরিয়াকে সেলফি তুলতে এবং পাশে অভিষেক ও তার মাকে দেখা যায়। ছবির ক্যাপশনে অনু রঞ্জন লেখেন, ‘অনেক ভালোবাসা।’  

ওই পার্টিতে সচিন তেন্ডুলকর ও তুষার কাপুরসহ আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এর আগেও কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া ও অভিষেক তাদের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিন একসঙ্গে উদযাপন করেন। শুরুতে অনেকে ভেবেছিলেন, অভিষেক জন্মদিনের পার্টিতে অংশ নেননি। তবে একটি ভিডিও প্রকাশিত হলে দেখা যায়, ওই দিন তারা একসঙ্গে ছিলেন।  

বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আমি পরিবারের বিষয়ে খুব কম কথা বলি, কারণ এটি আমার ব্যক্তিগত জীবন। তবে অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।’

ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। তাদের এই সাম্প্রতিক পার্টি উপস্থিতি ও একসঙ্গে কাটানো মুহূর্ত গুজবকে কার্যত মিথ্যা প্রমাণ করেছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!