সর্দারজি নন, ইনি শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:০৮ এএম
সর্দারজি নন, ইনি শাকিব খান

‘সর্দার’ মানে গোত্রের প্রধান বা একটি গোত্রের প্রধান, যিনি সমগ্র গোত্রের নেতৃত্ব দেন। শিখ ধর্মে সর্দারদের দেখা যায়, যাদের একটি চিরপরিচিত অবয়ব রয়েছে । এবার এই লুকেই দেখা গেল শাকিব খানকে। কেন? প্রশ্ন আসতেই পারে।

না, কোনো সিনেমার লুক নয়। শাকিব সর্দার সেজেছেন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য। মেরিল পেট্রোলিয়াম জেলির সেই বিজ্ঞাপনচিত্রটি দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হবে। এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

তিনিই শনিবার সন্ধ্যায় শাকিব খানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। শাকিবের এই লুক নেটিজেনরা পছন্দ করেছেন দারুণ।

Link copied!