বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। কিন্তু হঠাৎ কী এমন হলো যে নিজের ‘অভিনেতা’ পরিচয় মুছে ফেললেন তিনি! তার টুইটার প্রোফাইলে একটা সময় ‘অভিনেতা’ কথাটা দেখা যেত আজ সেখানেই দেখা এখন দেখা যাচ্ছে ‘বিটেক’ তথা তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কথা। তার অকস্মাৎ এই পদক্ষেপের সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে।
কার্তিকের ‘প্যায়ার কা পাঞ্চ নামা’ ছবির বেশ কিছু সংলাপ দর্শকদের মুগ্ধ করেছিল। তারপর বলিউডে ‘সোনু কি টিটু কি স্যুইটি’, ‘পতি পত্নী ওর ওহ’র মতো বেশ কিছু ছবিতে তার দুর্দান্ত অভিনয় বলিউডে তার জায়গা পাকাপাকি করে দিয়েছিল। তবে অভিনয় জগতে আসার আগে নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকনোলজিতে বিটেক করেন। তবে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডে বেশ অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও অনেকেই তাকে পিছনের দিকে টেনে ধরতে চান। তাই হঠাৎ করেই বলিউডে তার গ্রাফ নিম্নমুখী হলো।
সম্প্রতি করণ জোহরের নতুন ছবি ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়েছেন তিনি। অন্যদিকে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ছবি ‘ফ্রেডি’ থেকে বাদ পড়লেন তিনি। এখানে তাকে ক্যাটরিনা কাইফের সাথে অভিনয় করতে দেখা যেত। অজয় বহেল পরিচালিত এই ছবির শ্যুটিং এর তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল অভিনেতার। ছবি সাইন করার সময় নেওয়া টাকাও ফেরত দেন অভিনেতা।
তাই এখন অনেকেই মনে করছেন দুটো বড় প্রোডাকশন হাউজ থেকে বাদ পড়ায় এখন অভিনয় ছেড়ে ইঞ্জিনিয়ারিংকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে চাইছেন অভিনেতা। যদিও তিনি এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।