প্রথমে গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। পরে শিডিউল মেলাতে না পারায় ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর শোনা যাচ্ছিল মাদক মামলায় জামিনে থাকা পরীমনিকে নিয়ে ছবির কাজ শুরু করবেন সেলিম। যদিও তখন তিনি নিশ্চিত করে কিছু বলেননি। এবার জানা গেল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিনেমাটিতে পরীমনিকে চুক্তিবদ্ধ করেছেন সেলিম।
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।
এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘সেলিম ভাই গুণী নির্মাতা। এর আগেও তার সাথে কাজ করেছি। এই সিনেমার গল্পটি আমাকে খুবই মুগ্ধ করেছে। দর্শকরা দারুণ গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে।’
‘গুনিন’ সিনেমায় আরো অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম।