• ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

সবচেয়ে কম ভোট পরীমনি ও শাকিলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৩:১২ পিএম
সবচেয়ে কম ভোট পরীমনি ও শাকিলের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার ঘোষণা করা হয়। যেখানে সবচেয়ে কম ভোট পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান। কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য পরীমনি ও অভিনেতা শাকিল খান দুজনেই ৭৯ ভোটি পেয়েছেন।

তবে নির্বাচনে প্রার্থী হয়েও এফডিসির স্বাস্থ্য-পরিবেশ দেখে ভোট দিতেই আসেননি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। পরী আগেই জানিয়েছিলেন, “ব্যালট পেপারে নাম থাকলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না। এমনকি তিনি যদি জিতেও যান, তবুও এই পদ গ্রহণ করবেন না।”

এছাড়া সম্প্রতি পরী অসুস্থ হয়ে পড়েন। তার ওপর তিনি এখন অন্তঃসত্ত্বা। তাই এই জনসমাগমে যাননি তিনি।

এদিকে শাকিল খান শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তার অনাগ্রহের কথা জানিয়েছিলেন। শাকিল বলেন, “সত্যিকার অর্থে এবার শিল্পী সমিতির নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি।”

Link copied!