• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

নির্ভয়া শ্রাবন্তীর ‘ভয় পেও না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২২, ০৮:১৭ পিএম
নির্ভয়া শ্রাবন্তীর ‘ভয় পেও না’

প্রথমবার জুটি বাঁধলেন অভিনেত্রী শ্রাবন্তী ও ওম সাহানি। এবার ওমের ঘরণী হয়ে হয়ে রূপালি পর্দায় ধরা দেবেন অভিনেত্রী। ছবির নাম ‘ভয় পেও না’। আগামী ২৭ মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর থ্রিলার। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে। ছবির ট্রেলারও প্রকাশ্যে এসেছে।

ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে রয়েছেন ওম ও শ্রাবন্তী। শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা। ওমের নাম আকাশ চট্টোপাধ্যায়। বিয়ের পর সদ্য নতুন বাড়িতে পা রেখেছেন অনন্যা। তারপর থেকেই নানা রকম ভৌতিক কাণ্ডের মুখোমুখি হচ্ছে সে। কখনো ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে, আবাক কেউ ঘুমের ঘোরে পা টানছে অথবা কখনো গলা টিপে ধরছে।

তার সঙ্গে ঘটা নানা রকমের অদ্ভূত কাণ্ডের বিষয়ে নববধূ প্রতিদিন স্বামীকে বোঝানোর চেষ্টা করছে। তবে শাশুড়ি কিংবা স্বামীর কেউই তার কথা শুনতে নারাজ। এদিকে ওমের চরিত্র মা-ভক্ত। বাড়িতে পুলিশ, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগের শাসানি, সম্পর্কের চিঁড় দেখা গিয়েছে। বিপাকে পড়েছে ওম। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না, কে ঠিক কে ভুল?

Link copied!