• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

গান-বাজনা চালিয়ে যাবেন আরিয়ানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১২:২৫ পিএম
গান-বাজনা চালিয়ে যাবেন আরিয়ানা

দুই দশকের বেশি সময় ধরে আফগানিস্তান শাসন করা মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশটি এখন তালেবানদের কবলে। শিগগিরই তারা সরকার গঠন করতে যাচ্ছে।

এদিকে তালেবানদের দখলে চলে আসায় মার্কিন সমর্থক আফগান নাগরিকরা দেশটি ছেড়ে চলে যাচ্ছেন। তাদের মধ্যে আছেন আলোচিত আফগান নারী পপ-তারকা আরিয়ানা সাঈদ।

আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন তিনি। এরপর দোহা পৌঁছে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, “আমি ভালো আছি। দুটি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তাম্বুলের বাড়িতে পৌঁছাব।”

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, “আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী আছে। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সংগীতচর্চা চালিয়ে যাব আমি।”

গত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, তাদেরই অন্যতম আরিয়ানা সাঈদ। বর্তমানে দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন আরিয়ানা।

Link copied!