• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

কানে স্বর্ণপাম জিতলেন নারী নির্মাতা জুলিয়ার ‘টাইটেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:২৫ পিএম
কানে স্বর্ণপাম জিতলেন নারী নির্মাতা জুলিয়ার ‘টাইটেন’

পর্দা নেমেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। মোট ৯টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন দেশের ২৪টি সিনেমা প্রতিযোগিতা করেছে ইন কম্পিটিশন বিভাগে।

ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ চলচ্চিত্রটি জিতে নিয়েছে উৎসবের সেরা পুরস্কার স্বর্ণপাম বা পাম দ্য’র। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর স্বর্ণপাম জিতলেন কোনো নারী নির্মাতা। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আলো ঝলমলে অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী শ্যারন স্টোন ও এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি। কানের ইতিহাসে এর আগে নারী নির্মাতাদের মধ্যে ১৯৯৩ সালে স্বর্ণপাম জিতেছিলেন জেন ক্যাম্পিয়ন।

১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির ‘টাইটেন’ ছবির গল্প বাবা-ছেলের সম্পর্ককে ঘিরে। ব্যাখ্যাতীত বেশ কিছু অপরাধ সংঘটিত হওয়ার পর ছেলের সঙ্গে দেখা হয় বাবার। তার এই ছেলে ১০ বছর ধরে নিখোঁজ ছিল। চিত্রনাট্য লিখেছেন জুলিয়া দুকুরনো নিজেই। তার আগের ছবি ‘র’ ২০১৬ সালে কানে ফিপ্রেসকি পুরস্কার জিতেছিল।

৬ জুলাই কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা ওঠে। এবারের আয়োজনের অফিশিয়াল পোস্টারে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে।

Link copied!