• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

অপু দেশের বাইরে, জয় থাকবে শাকিবের কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১২:২১ পিএম
অপু দেশের বাইরে, জয় থাকবে শাকিবের কাছে

ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরেছেন শাকিব। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

এ সময় বিমানবন্দরে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়! কারণ, তিনি একই দিনে দেশ ছেড়েছেন। গিয়েছেন কলকাতায়।

জানা গেছে, কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘আজকের শর্টকাট’। সিনেমা মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় অংশ নিতেই কলকাতায় যাওয়া নায়িকার। সে কারণেই এয়ারপোর্টে আসেন তিনি।

জানা গেছে, অপু বিশ্বাস দেশে ফিরবেন ২৫ আগস্ট। এর মধ্যে ৫ থেকে ৭ দিন ছেলে আব্রাম খান জয় শাকিব খানের কাছেই থাকবেন।

আরও পড়ুন: দেশে ফিরেই কী বললেন শাকিব?

জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? কলকাতায় যাওয়ার আগে এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, “আজ ছেলের বাবা দেশে ফিরেছ। পাঁচ-সাত দিন তো বাবার কাছেই থাকবে। বাবাকে ওর বেশ পছন্দ। বাবা ফিরবে বলে সে-ও এক্সসাইটেড। আমার ছেলের এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্বসহকারে নিই।”

আরও পড়ুন: এবার ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে বিয়ে করব: শাকিব

কলকাতার নন্দিত গায়ক নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আজকের শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।
 

Link copied!