• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৮:৩৮ এএম
হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ভবন থেকে পড়ে কাজী ফিরোজ (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে ওই শিক্ষার্থী কীভাবে ভবন থেকে পড়ে গেল, তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন

নিহত কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ওই হল শাখা ছাত্রলীগের কর্মী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “কাজী ফিরোজ নামের এক ছাত্রকে মেডিকেলে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ভবন থেকে পড়ে মারা গেছেন বলে জেনেছি।”

পরিদর্শক বাচ্চু মিয়া আরও বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, “ঘটনাটি আমিও শুনেছি। আমি হাসপাতালে যাচ্ছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!