শেরপুরের নালিতাবাড়ীতে ছেলের লাঠির আঘাতে মা জহুরা খাতুনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন উপজেলার পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, আজ দুপুরে ছেলে জহুরুল ইসলামের সঙ্গে মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে বাক বিতণ্ড শুরু হয়। একপর্যায়ে জহুরুল ক্ষিপ্ত হয়ে তার হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এ সময় জহুরার মাথা ফেটে মারাত্মকভাবে রক্তাক্ত হন। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না। এ সুযোগে জহুরুল পালিয়ে যায়। পরে অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।