গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে এসে পৌঁছান তারা। পরে কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-৪ এ রাখা হয়েছে তাদের।
গত ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই সাগর দেব ও কনস্টেবল রুবেল শর্মা, বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মো. নিজাম উদ্দিন।
খালাস পাওয়া সাতজন হলেন টেকনাফ থানার কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, মোহাম্মদ মোস্তফা, এপিবিএনের সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।