• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আটঘরিয়ায় নৌকার প্রার্থী রতন মেয়র নির্বাচিত


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:০৬ পিএম
আটঘরিয়ায় নৌকার প্রার্থী রতন মেয়র নির্বাচিত

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী রতন ৫ হাজার ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আশরাফউজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। অপরজন স্বতন্ত্র প্রার্থী ইশারত আলী (জগ) পেয়েছেন ৫৫২ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬২৫। বাতিল ভোট ১৫। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৯০৯ জন।

বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনেও তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।