• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে আরসা সদস্যসহ নিহত ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৭:১৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে আরসা সদস্যসহ নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ সময় আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামের এক পথচারী এবং পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) নিহত হয়েছেন। এ সময় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক আহমেদ জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে আরসার সন্ত্রাসীরা। তাদের গুলিতে নুর হাবা নামের এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।

পরে পুলিশ সাধারণ রোহিঙ্গাদের ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ একজনকে আটক করা হয়। পরে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থল থেকে আরসা সদস্য হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। 

Link copied!