• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগের বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৮:২৮ পিএম
রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগের বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেহেদী মৃধা (২৩) নামের এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) দুপুর ১টার দিকে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

গ্রেপ্তাররা হলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি ও একই উপজেলার কামারগ্রাম মৃধাপাড়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে বিল্লাল মৃধা (২৩), একই গ্রামের কালামিয়ার ছেলে শহীদ (৩৫), লিয়াকতের ছেলে ওবায়দুর (৪৫), ওবায়দুরের ছেলে সোহান (২০) ও আবু মিয়ার ছেলে গফুর (৫০)।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, “এটা নৃশংস হত্যাকাণ্ড ছিল। হত্যার শিকার হওয়া মেহেদী মৃধা একজন দরিদ্র রাজমিস্ত্রী ছিলেন। হত্যার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”  

এর আগে, রোববার (৪ জুন) রাত ১০টার দিকে বোয়ালমারী পৌর সদরের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বাড়ির পাশে দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত ১০টার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!